সোমবার, মে ২০, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

টঙ্গীতে শুরু হয়েছে সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা

অনলাইন ডেস্ক : আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে আবার শুরু হয়েছে আদি তাবলীগ জামাতের সাদ গ্রুপের ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমা। আজ আনুষ্ঠানিকভাবে ইজতেমার বয়ান শুরু হলেও বৃহস্পতিবার বাদ জোহর নামাজের পর থেকে ইজতেমা ময়দানে বয়ান শুরু হয়।

ভারতে অবস্থানরত তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের উপস্থিতি ইজতেমা ময়দানে নিশ্চিত করতে সাদ পন্থীরা সাংবাদিক সম্মেলন করে দাবি জানিয়েছেন মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় যোগদানের সুযোগ করে দিতে। বৃহস্পতিবার ইজতেমা ময়দানে সাংবাদিকদের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, মাওলানা সাদের বিষয় নিয়ে সাদ সাহেব অনুসারী শীর্ষ মুরব্বিদের সঙ্গে আলোচনা চলছে।

বৃহস্পতিবার থেকেই মুসল্লীরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। আগের পর্বের জোবায়ের গ্রুপের মতো আজ শুক্রবার ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে উপমহাদেশের বৃহত্তম জুমা নামাজ। জুমা নামাজ পড়তে সকাল থেকে ভীড় জমাবেন ইজতেমার মুসল্লী ছাড়াও আশপাশের লাখো ধর্মপ্রাণ মুসলমান। জুমা নামাজ অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ।

ইজতেমার সাদ গ্রুপের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে জানিয়েছেন, শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন, মাওলানা ইলিয়াস বিন সাদ, বাংলা তরজমা মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০ টা থেকে বয়ান করছেন তালিমের মৌজু মাওলানা ইলিয়াস সাহেব (ভারত), জুমার আগে ১০ মিনিটের জুমার ফাজায়েল বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ, জুমার পরে বয়ান শেখ মোফলে (আরবী) বাংলা তরজমা মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আসরের পরে বয়ান মাওলানা মোশাররফ সাহেব (বাংলাদেশ), মাগরিবের পরে বয়ান মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব (ভারত) বাংলা তরজমা মাওলানা জিয়া বিন কাশেম।

গত রবিবার জোবায়ের গ্রুপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান শেষে ৪ দিন বিরতি দিয়ে শুরু হচ্ছে সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা। রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে উত্তরা-টঙ্গী সীমান্তে তুরাগ নদীর তীরে এ বিশ্ব ইজতেমার আয়োজন। ইজতেমায় দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ যোগ দেবেন বলে শীর্ষ মুরুব্বিরা আশা করছেন। ১৯২৬ সাল থেকে ভারতের মাওয়ায় শুরু হয় প্রথম তাবলীগের আয়োজন।

বুধবার রাতে হযরত মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ, মেজো ছেলে মাওলানা সাঈদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াসসহ পরিবারের মোট ১৪ সদস্যর একটি দল ভারত থেকে ঢাকা বিমান বন্দর হয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছেছেন।

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৫ মুসল্লী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অসুস্থতা ও বার্ধক্যজনিত কারনে মারা গেছেন। এঁদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে, এঁরা হচ্ছেন, শেরপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া কুতুবপুরের সুলতান উদ্দিনের পুত্র আব্দুল হেলিম মিয়া (৬৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের ইউসুফ উদ্দিনের পুত্র জহির উদ্দিন (৭০) ও জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছবির উদ্দিনের পুত্র
নবির উদ্দিন (৬৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের বলেছেন, আগের পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমায়ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে পুরো বিশ্ব ইজতেমা ময়দান। র‍্যাবের নিরাপত্তা বেষ্টনীতে থাকবে ইজতেমা ময়দানসহ পুরো টঙ্গী এলাকা।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনের নির্দেশনায় মুসল্লীদের ২৪ ঘন্টা খেদমত ও দেখভালোর দায়িত্বে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের এবারের বিশ্ব ইজতেমা।

সর্বাধিক পঠিত