বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

বিয়ের ৪ দিনের মাথায় স্ত্রীর মৃত্যু, পলাতক স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : নাটোরের সিংড়ায় বিয়ের চারদিনের মাথায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় পলাতক স্বামী আজমল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার রায়হান শফিক।

এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে আজমল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজমল হোসেন সিংড়া উপজেলার বাইগুণি গ্রামের মো. মওলা শেখের ছেলে। নিহত নববধূ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চাপিলা গ্রামের লুৎফর রহমানের মেয়ে।

কোম্পানি কমান্ডার রায়হান শফিক জানান, আজমলের সঙ্গে নুপুরের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ৩ এপ্রিল রাতে আজমলের বাড়ি-ঘর দেখতে আসে নুপুর। সেদিনই তাদের স্থানীয়ভাবে বিয়ে হয়। এরপর ৭ এপ্রিল ভোরে মারা যায় নুপুর। তখন আজমল নুপুরের পরিবারকে জানায়, নুপুরের ওপর ভূত আছর করেছে। সে ঘরের বিভিন্ন আসবাবপত্রের সঙ্গে ধাক্কাধাক্কি করে নিজেকে আহত করে। এসব বলে আত্মগোপনে চলে যায় আজমল।

পরবর্তীতে মেয়ের শরীরে আঘাত চিহ্ন দেখে নুপুরের বাবা লুৎফর রহমান বাদী হয়ে আজমলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়হান শফিক আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫ নাটোর তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আজমল হোসেনকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত