বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার দুই

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে ৭৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন ঘটনায় ৩ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন – ৭৫ লিটার চোলাই মদসহ হাতিনান্দা গ্রামের মৃত পোষ্য মন্ডরের পুত্র তোফাজ্জল হোসেন (৬০) ও একই গ্রামের মৃত জানিব প্রামানিকের পুত্র মেহের আলী (৬২)।
নিয়মিত মামলার পলাতক আসামী গোদাগাড়ী উপজেলা গৌরিপুর গ্রামের মৃত দুলালের পুত্র মহাসেন আলী (৪৩) এবং গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামী তানোর পালপাড়া মহল্লার সত্য নারায়ন পালের পুত্র সুজিৎ পাল (৩৫)।
অপর দিকে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামী মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর থানতলা মোড়ের আব্দুর রউফের পুত্র আবুল কাশেম (৪৩)।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com