বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

সচিব পদে বড় রদবদল, পদোন্নতি পেলেন ২ জন

গণধ্বনি ডেস্ক: ঢাকা: প্রশাসনে একজন কর্মকর্তাকে সিনিয়র সচিব ও একজনকে সচিব পদে পদোন্নতিসহ আরও ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসব পদোন্নতি ও রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মনজুর হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com