বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

চারঘাটে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাত অনুমান ২ টায় রাজশাহীর চারঘাট থানার শ্রীখন্ডী এলাকায় অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি চারঘাট থানার আসকরপুর সরদহের মোতাহার হোসেনের ছেলে মারুফ হোসেন মিতুল (২৫)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামী আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকার অজ্ঞাত স্থানে যাচ্ছিল। এসময় র‌্যাব-৫ সিপিএসসির একটি টিম তাকে ৩২০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করে। ধৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন ট্রাক হেলপার। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদক ফেনসিডিল পাচার করে আসছিল এবং সে একজন সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com