বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয়

অনলাইন ডেস্ক : মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গতকাল হাইজাম্পে রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। আজ ৩০০০মিটার স্টিপুল চেজে আল আমিন জিতলেন সোনা। তিনি সময় নিয়েছেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড।

৩ হাজার মিটার স্টিপুল চেজ অ্যাথলেটিক্সের কঠিন ইভেন্টের একটি। অ্যাথলেটিক্স ট্রাকে শুধু দৌড়ালেই হয় না এই ইভেন্টে। নির্দিষ্ট মিটার পর পর হার্ডেলস অতিক্রম করতে হয়। প্রতি চক্করের একবার একটু ট্র্যাকের নিচু জায়গায় পানিতে লাফাতে হয়। দৌড়, হার্ডেলস ও পানি অতিক্রম করে সবার আগে ৩ হাজার মিটার পূরণ করলে তিনি প্রথম হন।

মালয়েশিয়ার টুর্নামেন্টে এই কৃত্তিত্ব অর্জন করেছেন আল আমিন। তার সঙ্গে আরেক প্রতিপক্ষ সমান্তরালেই ছিলেন। শেষ কয়েক মিটার আল আমিন একটু বাড়তি গতি দিয়ে প্রথম হয়েছেন। তার প্রতিপক্ষ অন্তিম মুহূর্তে ক্লান্তির কাছে হার মেনেছেন।

মালয়েশিয়া চলমান টুর্নামেন্টে এই ইভেন্টে এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির গতকাল ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। আগামীকাল পোল ভোল্ট, হাইজাম্পের ইভেন্ট রয়েছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com