• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গল থেকে ১৭টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পার্কের পাশের একটি জঙ্গল থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় থাকা ওদুদ পার্কের পাশের আমবাগান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে যৌথ বাহিনী। বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিক্তিতে পার্কের পাশের আমবাগানে আগ্নেয়াস্ত্র রাখার খবর পায় যৌথবাহিনী। খবর পেয়ে ওদুদ পার্কের পাশের এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের যৌথ বাহিনী। এসময় আমবাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ্য হতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

ককটেল উদ্ধার করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675