সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপ-মহাপরিদর্শকের কার্যালয় রাজশাহীর কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বেনেতী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক জাহাঙ্গীর আলম বেনেতি ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোতে শিশু শ্রম নিরসনে করনিয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেন এবং শিশু শ্রম সম্পর্কিত আইনগুলো অত্যন্ত সহজ ভাবে ব্যবসায়ীদের মাঝে তুলে ধরেন। এছাড়াও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্তি সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বেনেতী সমিতির উপদেষ্টা ও ১নম্বর গদির সত্বাধীকারি ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, বেনেতী ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলী আহমেদ, সহ-সভাপতি মজিবর রহমান, যুগ্ম সম্পাদক লক্ষণ কুমার, সহসম্পাদক আশরাফুল ইসলাম। রাজশাহী বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি মমতাজ উদ্দিন, সহ সম্পাদক চন্দন সরকার এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন রাজশাহী অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।