বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী ডন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে (৪০) পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বর্ণালী মোড়ের তার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় সোহেল রানা ডন এজাহারভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমাতে তিনি অর্থ লগ্নি করেছিলেন। একই মামলায় তাঁর স্ত্রীকেও আসামি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন নিশ্চিত করেছেন, নগর ডিবি পুলিশের একটি দল সোহেল রানা ডনকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, ‘ডন একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

 

 

 

 

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com