• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

ফারুক-ফাহিমের দ্বন্দ্ব নিয়ে যা বললেন সুজন

অনলাইন ডেস্ক : গেল বছরের আগস্টে নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বিসিবি সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসার পর বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে রদবদল। নতুন দায়িত্ব নেওয়া পরিচালকদের একজন নাজমুল আবেদীন ফাহিম।

তবে কয়েক মাসেই ফারুকের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে তার। বিসিবি সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেও জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

পরে অবশ্য সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক জানিয়েছিলেন সব ঠিক হয়ে যাওয়ার কথা। এর একদিন পর আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সেখানে বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’

সুজন বলেন, ‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’

আরও যোগ করেন, ‘কেন আমার ক্রিকেট অপারেশন্স নিতে হবে, আমি অন্য কমিটির চেয়ারম্যান হয়ে সার্ব করতে পারবো না কেন। আমার কথা হচ্ছে উনি কি ক্রিয়েট অপারেশনের মাস্টার? এখানে তো আকরাম ভাই মাস্টার। ওনার আগে আকরাম ভাই অপারেশন্স চেয়ারম্যান ছিলেন। উনি কেন বলতেছেন যে উনি এটা না পাইলে হবে না ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675