বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

জাতীয় দলে ফেরার প্রশ্নে যা বললেন সাব্বির

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। সম্ভাবনাময় এই হার্ডহিটার এক সময় ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। ২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল তাকে।

এমনকি গত কয়েক বছর ধরে ঘরোয়া আসরগুলোতেও দল পেতে হিমশিম খেতে হচ্ছে তাকে। গতবার বিপিএলে ছিলেন অবিক্রিত। তবে এবার ড্রাফট থেকে এই ব্যাটারকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। আর একাদশে সুযোগ পেয়ে এবার নিজেকে আরো একবার প্রমাণ করলেন সাব্বির।

গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। দলকে জেতাতে না পারলেও এমন ইনিংসে খুশি তিনি নিজেই, পেয়েছেন হারানো আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানালেন এমনটা।

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সাব্বিরকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘খেলছি এখনো, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো এখনো ইয়াং বা সিনিয়র….বলতে পারেন মিক্সাপে আছি। ফিটনেস তো পড়ে যায়নি। ২-১টা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তবা কামব্যাক করব।’

‘আমি আমার মত প্র্যাকটিস করি, মিরপুরে হয়ত করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালোমতো খেলার জন্য।’-যোগ করেন তিনি।

গতকালের ইনিংস সাব্বিরের আত্মবিশ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে। তিনি বলেন, ‘এমন ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে পরের ম্যাচের জন্য। যদিও দল জিততে পারেনি বলে এই ইনিংসটা কাজে লাগলো না। যদি ২০ রান করতাম, দল জিতত তাতেও লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি এখন।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com