বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

অনলাইন ডেস্ক : টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে দুটি নয়, একটি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না, ইজতেমাও করতে দেওয়া হবে না। তারা প্রকাশে খুন করে জামিন পেয়ে যায়, এটা মানা যায় না। তাদের জামিন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com