বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের সামনের সড়ক অবরোধ ও কলেজের ভেতরে বিক্ষোভ করেছেন তারা।

পুলিশ জানিয়েছে, শিমুল নিহতের ঘটনায় আজ সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা হবে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

শিমুলের সহপাঠীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সহপাঠীরা শিমুল নিহতের ঘটনায় বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে রাজশাহী কলেজের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘বিচার বিচার বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জ্বালাও জ্বালাও আগুন জ্বাল’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন। সড়কে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর তারা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট-সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। সড়কে বিক্ষোভ করে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রাবিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজশাহী কলেজের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা সরে গেছে, এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, শিমুল নিহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা আজকে সন্ধ্যায় মামলা করবেন। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কীভাবে মারা গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিমুলের বাড়ি পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায়।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com