• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • newsgonodhoniprotidin@gmail.com
  • +88-01727-202675

আমরা নাকি বাউন্ডারি মারতে পারি না, ভালো উইকেট দেন : নাঈম

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লো স্কোরিং ম্যাচ হওয়া যেন নিয়মে পরিণত হয়েছিল! এবার অবশ্য তেমনটা কমই হয়েছে। বেশির ভাগ ম্যাচেই রান হয়েছে। ফলে ব্যাটাররা কিছুটা হলেও স্বস্তিতে আছেন। নাঈম শেখ বলছেন, ভালো উইকেট দিলে দেশি ব্যাটাররাও নিয়মিত রান করতে পারবেন।

আজ মিরপুরে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন নাইম শেখ। রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে করেছেন সেঞ্চুরি। এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬ রানের জয় পেয়েছে খুলনা টাইগার্স। সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন নাঈম।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে নাঈম বলেন, ‘ভালো উইকেট হলে সবসময় ভালো। দেশিদের নিয়ে প্রশ্ন উঠত আগে, বাউন্ডারি মারতে পারি না, চার-ছয় মারতে পারি না। ভালো ট্র্যাক দিন, অবশ্যই ভালো খেলব। এরকম উইকেট দিলে ব্যাটাররা সবসময় রান করবে। বাইরের দেশে সবসময় দেখি মারছে। সবাই ভাবে আমাদের দেশের প্লেয়াররা পারে না। আসলে এমন না। উইকেট ভালো হলে বাংলাদেশিরাও রেঞ্জ হিটিংয়ে খুবই ভালো।’

নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম বলেন, ‘প্রথম দিন থেকেই চেষ্টা করছিলাম ফ্লো ধরে রাখার। দুই ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলাম। ২-৩টি লম্বা হয়েছে। ওপেনার হিসেবে ৭০-৮০ রান করলে দলের কাজ সহজ হয়ে যায়।’

কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাঈম বলেন, ‘যদি সেভাবে বলতে চাই, ঘরোয়া ক্রিকেটের সব কোচের কথা বলতে হবে। বাবুল স্যার, সোহেল স্যারের সাথে কাজ করেছি। আনোয়ার ভাই নামে একজন আছে। নির্দিষ্ট একজন বলতে গেলে মাইন্ড ট্রেনিং নিয়ে কাজ করেছি, ওটা অনেক ভূমিকা রাখছে। শৃঙ্খলাও অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার পরিবার।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *


সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675