বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

গোদাগাড়ীতে মাটি খননের সময় বেরিয়ে এল পাথরের মূর্তি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে মাটি খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চব্বিশনগর ছয়ঘাটি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এটি কষ্টিপাথরের কি না, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

মো. খোকন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির শৌচাগার নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মূর্তিটি পান। পরে জানাজানি হলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মূর্তিটি উচ্চতায় সাড়ে ৩ ফুট। ওজন ২৭ কেজি। এর একপাশ কিছুটা ভাঙা। গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম শহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন খবর দিলে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মূর্তিটি আদালতে পাঠানো হবে। তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com