বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বের সবচেয়ে উষ্ণ মাস এ বছরের জুলাই

সব রেকর্ড ভেঙে বিশ্বের উষ্ণতম মাসের তকমা পেল ২০২৩ সালের জুলাই মাস। এখনো মাস শেষ হয়নি। তার আগেই আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, উষ্ণতম মাস এবারের জুলাই।

৩০ গ্রাম হেরোইন পাচার, নারীর মৃত্যুদণ্ড কার্যকর

৩০ গ্রাম হেরোইন পাচারের দায়ে সিঙ্গাপুরে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে গত ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হলো।

ব্রিকসের সম্প্রসারণ চায় চীন, ভারত-ব্রাজিলের আপত্তি

পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে ব্রিকস জোটের সম্প্রসারণ চায় চীন। কিন্তু দেশটির এ আগ্রহে আপত্তি জানিয়েছে জোটের অন্যতম দুই সদস্য ভারত ও ব্রাজিল।

বাংলাদেশের কারণে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে: মমতা

পশ্চিমবঙ্গে বর্ষা এখনো ভালোভাবে শুরু হতে না হতেই ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমেই বেড়ে চলেছে এ রোগের প্রকোপ। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রশাসনিকভাবে এখনই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব ইউনেস্কোর

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে জাতিসংঘের জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। শিক্ষার মান বাড়ানো, ক্লাসরুমে পাঠদানের উপযুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের অনলাইন বুলিং থেকে বাঁচাতে সংস্থাটির পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়।

আফ্রিকার ৬ দেশে বিনামূল্যে গম দেবেন পুতিন

আফ্রিকার দরিদ্রতম ছয়টি দেশে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৭ জুলাই) সেন্ট পিটার্সবার্গে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি।

সিরিয়ায় মহানবী (সা.) এর নাতনির মাজারের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৬

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি। পবিত্র আশুরার ঠিক একদিন আগে এমন ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্লেনে তরুণীকে যৌন হয়রানি, অধ্যাপক গ্রেফতার

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত বুধবার। দিল্লি থেকে ভোর সাড়ে ৫টার ফ্লাইটে যাত্রা করেন বছর চব্বিশের এক তরুণী চিকিৎসক। গন্তব্য মুম্বাই। সেই ফ্লাইটেই তার পাশের আসনে বসেছিলেন ৪৭ বছরের এক অধ্যাপক।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, পার্কে তরুণীকে পিটিয়ে হত্যা!

ভারতের রাজধানী দিল্লিতে এক তরুণীর মরদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দিল্লি পুলিশ জানিয়েছে, মালবীয় নগরের একটি পার্কে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়ে ছিল একটি লোহার রড। ২৫ বছর বয়সী তরুণীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর এনডিটিভির।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com