অসুস্থ শামীম পাটোয়ারী, নেই অনুশীলনে

অসুস্থ শামীম পাটোয়ারী, নেই অনুশীলনে

অনলাইন ডেস্কঃ একদিন আগেই জাতীয় দলের সঙ্গে ভারতে বিশ্বকাপের ভিসার জন্য আবেদন করেছিলেন জাতীয় দলের অলরাউন্ডার শামীম পাটোয়ারী। তবে আজই মিস করেছেন জাতীয় দলের নিয়মিত অনুশীলন। অসুস্থতার কারণে মিরপুরের হোম অব ক্রিকেটেই আসেননি তিনি।

শামীমের অসুস্থতার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারো বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।’

আরও পড়ুনঃ  ‘নেশাচ্ছন্ন অবস্থায় আমার পোশাক ঠিক করে দিতে চায় অভিনেতা’

এশিয়া কাপের আগে দলের অন্যতম সদস্য শামীমের অসুস্থতা দ্রুত সেরে ওঠার প্রত্যাশাই করবে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে সাত নাম্বারের জন্য ভাবা হচ্ছে এই তারকাকে। তার আগে ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন পেসার এবাদত হোসেন। এই পেসারের বদলি হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করেনি বোর্ড।

আরও পড়ুনঃ  উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘এখন থেকে সে ব্যাটিং করবে। ফিজিও ট্রেনার বিষয়টি দেখছে।’
গত রোববার প্রথমবারের মতো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে দেখা যায় তামিমকে। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট করেছিলেন তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *