রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ কোচিং  সেন্টার পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু আহমেদ (৪০) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কারিগরি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম মোকসেদ আলী। মজনুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *