রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ কোচিং  সেন্টার পরিচালক গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে রাজশাহী মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মজনু আহমেদ (৪০) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৫

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম মোকসেদ আলী। মজনুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  পবায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড, তিনটি স্কেভেটর অকেজো

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *