Home আইন আদালত তানোরে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

তানোরে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

তানোরে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে ছোট ভাইকে বেঁধে রেখে ঘাস কাটতে যাওয়া বড় বোন ক্ষুদ্র নৃগোষ্ঠির তরুণীকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে। সন্ধ্যায় তানোর থানায় আসামীকে আনা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ আলী (২১)। সে তানোর উপজেলার কলমা ইউনিয়নের সালবাড়ি সল্লাপাড়া আদিবাসীপাড়ার আবুল কালামের ছেলে। মামলার অপর আসামী মনিরুল ইসলামের ছেলে জনি (৩২) এখনো পালাতক রয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ঢাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারেও চেষ্টা চলছে। আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের সালবাড়ি সল্লাপাড়া গ্রামে ওই তরুণীকে ধর্ষণ করে আসামীরা। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে শনিবার রাতেই দুইজনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিকটিম আদিবাসি ছাত্রীকে উদ্ধার করে রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here