তানোরে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

তানোরে তরুণী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে ছোট ভাইকে বেঁধে রেখে ঘাস কাটতে যাওয়া বড় বোন ক্ষুদ্র নৃগোষ্ঠির তরুণীকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করে। সন্ধ্যায় তানোর থানায় আসামীকে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র উদ্ধোধন

গ্রেফতারকৃত আসামীর নাম মোহাম্মদ আলী (২১)। সে তানোর উপজেলার কলমা ইউনিয়নের সালবাড়ি সল্লাপাড়া আদিবাসীপাড়ার আবুল কালামের ছেলে। মামলার অপর আসামী মনিরুল ইসলামের ছেলে জনি (৩২) এখনো পালাতক রয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ঢাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারেও চেষ্টা চলছে। আসামীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের সালবাড়ি সল্লাপাড়া গ্রামে ওই তরুণীকে ধর্ষণ করে আসামীরা। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে শনিবার রাতেই দুইজনকে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিকটিম আদিবাসি ছাত্রীকে উদ্ধার করে রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *