বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

রাকাব পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৮০তম সভা অনুষ্ঠিত হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব রইছউল আলম মন্ডল উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জাকির হোসেন, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, প্রানিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. নজরুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আঃ রহিম ও পর্ষদ সচিবালয়ের সচিব সানা উল্লাহ এ সভায় উপস্থিত ছিলেন। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর সভায় ব্যাপক আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com