বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

সোমবার থেকে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আজ চলাচল করবে সোমবার থেকে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। আজ বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে রাতে পৌছাবে ঢাকা। স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। গতকাল রোববার রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি।’
রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশন থেকে আম তোলা হবে। রাত ২টা ১৫ মিনিটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে।’
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, ‘ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে ১ টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে ১ টাকা ৪৩ পয়সা।’

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com