বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণ বিএনপি নেতা আটক

নাটোর প্রতিনিধি: নাটোর সদরের দীঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর পরই নাটোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরও আটটি লাল স্কসটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। এ সময় পুলিশ আব্দুল ওয়াহাব আলী নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে আটক করেছে। আটক আব্দুল ওয়াহাব আলী একই এলাকার মোতালেব হোসেনের ছেলে।

নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহম্মেদ বলেন, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি লাল স্কসটেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল ওয়াহাব মণ্ডল নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এর আগে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

এ বিষয় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেছেন, স্থানীয় বিরোধের জের ধরে দীঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব আলীকে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে। বিএনপি নেতা আব্দুল ওয়াহাব আলীর মুক্তির দাবি জানিয়েছেন সদস্য সচিব।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com