সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) যে কোনো মানবিক সহায়তা প্রদান বা পুনর্বাসনের জন্য সবসময় নিজেদের বা স্থানীয় ইউনিটের (ব্রাঞ্চ) মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই, বাছাই করে এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে আলোচনা ও পর্যালোচনা করে দিয়ে থাকে।
এজন্য বিডিআরসিএস ইউনিট (ব্রাঞ্চ) বা জাতীয় সদর দপ্তর থেকে কাউকে ফোন দিয়ে কোন লিস্ট/তথ্য প্রেরণ করতে বলা হয় না। ত্রাণ পরিবহণ বা অন্য কোন কারণে কখনও কাউকে ফোন দিয়েও কোনরূপ অর্থ সহায়তার জন্য বিডিআরসিএস অনুরোধ করে না।
বিডিআরসিএস এর নামে যদি কেউ ফোন করে এ ধরনের অনুরোধ করে তাহলে নিকটস্থ রেড ক্রিসেন্ট অফিস অথবা থানায় অবহিত করুন অথবা বিডিআরসিএস এর হটলাইন (১৬২২৬) নাম্বারে ফোন করে অবহিত করুন।
মনে রাখবেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সকল ধরনের মানবিক সহায়তা বিনামূল্যে দিয়ে থাকে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে কোন সেবা বা তথ্য জানতে বা অভিযোগ জানাতে, যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি হটলাইন নাম্বারে ১৬২২৬ (১৬২২৬) অথবা ই-মেইল করতে পারেন feedback@bdrcs.org
এছাড়া যোগাযোগ করতে পারেন
রাজশাহী সিটি ইউনিটের (ব্রাঞ্চ) অফিস: নগর ভবন ১০ম তলা রাজশাহী
হটলাইন নাম্বার: ০১৭৭০-৩৩০৪০০