নাটোরে নিরাপত্তা প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

নাটোরে নিরাপত্তা প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান চোর চক্রের সদস্যরা। এ সময় তাঁরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তবু প্রহরী বাধা দিলে তাঁকে পোলের সঙ্গে বেঁধে রাখে চক্রটি। পরে রোববার সকালে প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট আ.লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল : শামা ওবায়েদ

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় শ্বশুর বাড়ি থেকে ধর্ষক গ্রেফতার!

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *