বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

আর ও খবর

স্বামী স্ত্রী মিলে নাশকতার চেষ্টা: পুঠিয়ায় আ: লীগ নেত্রীর স্বামী আটক

এস এম আব্দুর রহমান, পুঠিয়া (রাজশাহী): রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী মৌসুমী রহমানের স্বামী ওহিদুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুঠিয়ার পঁচামাড়িয়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান গত সোমবার রাতে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে।
এদিকে সরকার বিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে আটক করতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, তারা স্বামী স্ত্রী মিলে নাশকতার চেষ্টা করছিল। ওহিদুরকে আটক করা হয়েছে আর তার স্ত্রী পালিয়ে গেছে।

সর্বাধিক পঠিত

Social Media Auto Publish Powered By : XYZScripts.com