Home রাজশাহী নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী পূর্ব পাড়ায় অবস্থিত তুহিন ছাত্রাবাসের নিচতালার নিজ কক্ষ থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম সিফাত সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরগুনা জেলার বামনা থানার সনবুনিয়া গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান।

সিফাতের মৃতদেহ ছাত্রাবাসের তার কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে।

এবিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান “আমরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি তার পরিবারে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here