নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী পূর্ব পাড়ায় অবস্থিত তুহিন ছাত্রাবাসের নিচতালার নিজ কক্ষ থেকে বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ: নতুন কর্মসূচি ঘোষণা

নিহত শিক্ষার্থীর নাম সিফাত সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরগুনা জেলার বামনা থানার সনবুনিয়া গ্রামে। তার পিতার নাম আব্দুল মান্নান।

সিফাতের মৃতদেহ ছাত্রাবাসের তার কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় চন্দ্রিমা থানা পুলিশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

এবিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান “আমরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি তার পরিবারে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে”।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *