গোদাগাড়ীর শ্রেষ্ঠ শিক্ষক  এস এম তিতুমীর

গোদাগাড়ীর শ্রেষ্ঠ শিক্ষক এস এম তিতুমীর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এস এম তিতুমীর। তিনি উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় শুক্রবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

এস এম তিতুমীর ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। অত্যন্ত সংস্কৃতিমনা এই শিক্ষক একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সম্পাদক। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও স্ক্রিপ্ট রাইটার তিনি। বেতারের শিক্ষার্থীদের আসর ও সাহিত্য আসরের সঞ্চালক। তিনি ক্রীড়া ধারাভাষ্যকার এবং আবৃত্তি শিল্পী হিসেবেও সমধিক পরিচিত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে এই শিক্ষক সম্মাননা লাভ করেছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *