Home রাজশাহী মাদকের বিরুদ্ধে পরিবারকে বড় ভূমিকা রাখার আহ্বান

মাদকের বিরুদ্ধে পরিবারকে বড় ভূমিকা রাখার আহ্বান

মাদকের বিরুদ্ধে পরিবারকে বড় ভূমিকা রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবারকেই বড় ভূমিকা রাখার আহ্বান জানান।

রোববার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জেলা প্রশাসক]ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

বিভাগীয় কমিশনার বলেন, ‘মুখে অনেক কথা বলা যায়, কিন্তু হয় না। বাস্তবে আমাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সন্তানের মাদকাসক্তের জন্য কোন না কোন কারণ থাকে। সেই কারণের মধ্যে যেন সন্তান না পড়ে সেই দায়-দায়িত্ব অভিভাবকের। এটি খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘সারাদেশে দেড় লাখের বেশি মাদক ব্যবসায়ী রয়েছে। এরমধ্যে প্রায় ৫০ হাজার নারী। জেনে হোক, না জেনে হোক জড়িয়ে পড়েছে। মাদক সেবীদের ৫৭ ভাগই যৌন অপরাধে জড়িয়ে পড়ে। আর ৭ শতাংশ এইডস রোগে আক্রান্ত হয়। এটি জাতির জন্য ভয়ানক।’

মাদকের কুফল তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখন সরকারী সব চাকরিতে ডোপ টেস্ট হবে। আপনি যত মেধাবীই হোন না কেন, মাদকাসক্ত হলে চাকরি হবে না। চাকরি পেলেও ডোপ টেস্ট করে বরাখাস্ত করা সহজ ব্যাপার। কাজেই মাদক গ্রহণ মানে নিজের জীবনটাকে নষ্ট করা।’

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সদর সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম বায়েজিদ উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here