• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বোলিংয়ে উইকেটশূন্য সাকিব, হাসেনি ব্যাটও

প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ১১:২৯

বোলিংয়ে উইকেটশূন্য সাকিব, হাসেনি ব্যাটও

অনলান ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আজকের ম্যাচে ব্যাট কিংবা বল কোনোটিতেই নিজের নিজের নামের প্রতি সুবিচার পারেননি সাকিব আল হাসান। নিষ্প্রভ সাকিবের দল গল টাইটান্সও হেরেছে বড় ব্যবধানে। তাদেরকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডি।
এটি সাকিবদের টানা তৃতীয় পরাজয়।

পাল্লেকেলে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যান্ডি। অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় খেলেন ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এ ছাড়া ফখর জামান ৪৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৪০ রান। বোলিংয়ে এসে খরুচে ছিলেন সাকিব।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

৩ ওভারে কোনো উইকেট না পেয়ে ৩১ রান দেন তিনি।
ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন হাসারাঙ্গা। মাত্র ১৭ রান দিয়ে একাই শিকার করেন ৪ উইকেট। ফলে গল গুটিয়ে যায় ১১৪ রানেই।

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১ চারে ১১ রান করেন সাকিব। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান আসে লাহিরু সামারাকুনের ব্যাট থেকে। ক্যান্ডির হয়ে নুয়ান প্রদীপ ৩টি ও মুজিব উর রহমান নেন ২ উইকেট। ম্যাচসেরা হন হাসারাঙ্গা। ৫ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে গল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675