
স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি শুক্রবার (২৫ আগস্ট) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি বিমানযোগে বিকাল সাড়ে চারটায় রাজশাহী এসে পৌঁছাবেন।
বিকাল পাঁচটায় মন্ত্রী বাঘা উপজেলার আড়ানী হাইস্কুল মাঠে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এদিন সন্ধ্যায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।