• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমরা দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি : তথ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ১১:১৫

আমরা দেশে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিদেশিরা তাদের (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। নিরপেক্ষ সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি।

আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি মনোমোহিনী হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৫ শতাংশ।
স্বাধীনতার ৫২ বছর অতিক্রান্ত হয়েছে, আমরা বঙ্গবন্ধুর সেই রেকর্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ পর্যন্ত অর্জন করতে পারিনি। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে সাড়ে ৯ শতাংশ বা ডাবল ডিজিট অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকতো এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ থেকে পনেরো বছরের মাথায় হতো একটি উন্নত ও সমৃদ্ধ দেশ।

আরও পড়ুনঃ  তারেক রহমান প্রতিমুহূর্তে ঐক্যের কথা বলছেন: মির্জা ফখরুল

ড. হাছান মাহ্মুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবেন। ১৯৭২ সালের ১২ জানুয়ারি বঙ্গবন্ধু যখন এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, তখন বাংলাদেশ ছিল একটি বিধ্বস্ত জনপদ। এক কোটি মানুষ ভারতে আশ্রয়গ্রহণ করেছিল, আরো এক কোটি মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছিল। বঙ্গবন্ধু ভারতে আশ্রিত এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা বাস্তুচ্যুত হয়েছিল তাদের পুনর্বাসন করেছিলেন।

তিনি আরো বলেন, পাকিস্তানিরা যখন বুঝতে পেরেছিল তাদের পরাজয় নিশ্চিত, বাংলাদেশ ব্যাংকের ভল্ট খুলে তারা টাকায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। বৈদেশিক মুদ্রা জ্বালিয়ে দিয়েছিল আর কিছু লুট করে নিয়ে গিয়েছিল। দেশের যোগাযোগব্যবস্থা বিধ্বস্ত, ব্যাংকে কোন টাকা নেইÑ এমন পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু দেশকে পুনর্গঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তাঁকে হত্যা করা হয়।

আরও পড়ুনঃ  ফ্যাসিস্ট পতনের পর দেশ বিনির্মাণে ‘আশার আলো’ দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

সিঙ্গাপুর, মালয়েশিয়া আমাদের চেয়ে পশ্চাৎপদ দেশ ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এখন আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের কথা শুনি, তাঁরা আমাদের চেয়ে খারাপ ছিল। এখন তারা আমাদের চেয়ে ভালোÑ এর কারণ হলো বঙ্গবন্ধুকে হত্যা। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে অর্থনীতির চাকাকে যখন বেগবান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।

দেশের বর্তমান অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশে ছেঁড়া কাপড় পরা, খালি পায়ের কাউকে দেখা গেলে মানুষ ভাবে তার মানসিক কোনো সমস্যা আছে। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আছে, রাস্তা-ঘাট হয়েছে, গ্রামে-গঞ্জে কুঁড়ে ঘর নাই, সব জায়গায় কমপক্ষে টিনের চালা হয়েছে। এখন বাড়ির ছোটরা চেরাগ, ল্যাম্প, হারিকেন চেনে না- এগুলো এখন ড্রয়িং রুমে সাজিয়ে রাখার মতো জিনিসে পরিণত হয়েছে। এত সব উন্নয়ন শেখ হাসিনার কারণে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে তা বিলুপ্ত হবে : বিভাগীয় কমিশনার

 

বিএনপি-জামাতের সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন দেখে বিএনপি-জামাতের নেতাদের মাথা ঠিক নাই। তাদের মুখে এখন হতাশার সুর। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কাজ হয় নাই, কয়েকটি পত্রিকার খবর দেখে তাদের চেহারা মলিন হয়ে গেছে। বিদেশিরা তাদের তত্ত্বাবধায়ক ও নির্দলীয় সরকারের দাবি মানে নাই। বিদেশিরা দেশে সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই, দেশে সুষ্ঠু নির্বাচন হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা। অনুষ্ঠানে সংসদ সদস্য আয়েন উদ্দিন, সাবেক সংসদ সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675