Home রাজশাহী শাপলার বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান

শাপলার বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান

শাপলার বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে সোমবার (২৮ আগস্ট) সকাল ১১:৩০ মিনিটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির আওতায় অত্র সংস্থার নগরীর সপুরাস্থ (এনেক্স-১) প্রধান কার্যালয় হতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার এবং উপজেলার ৩৩ জন (বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ০৯ জন এবং সাধারণ শিক্ষা বৃত্তি ২৪ জন) মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মেট্রো পলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম এবং রাজশাহী মেট্রো পলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (শাহ মখদুম) নুর আলম সিদ্দিকী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ০৯ জন শিক্ষার্থীকে এপ্রিল- জুন ২০২৩ মাসের জন্য প্রতিমাস ৩০০০ টাকা হিসেবে এবং সাধারণ শিক্ষা বৃত্তির আওতায় ২৪ জন শিক্ষার্থীকে এপ্রিল-জুন ২০২৩ মাসের জন্য প্রতিমাস ১২০০ টাকা হিসেবে সর্বমোট ১ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা প্রদান করা হয়। বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুয়েট, মেডিকেল, কৃষি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত।

সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের প্রাপ্ত বৃত্তির টাকা মানসম্মত শিক্ষা, শিক্ষা উপকরণসহ শিক্ষার উন্নয়নে ব্যবহারের পরামর্শ দেন। প্রধান অতিথি ও শাপলা এর নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কর্তৃক প্রদানকৃত শিক্ষা বৃত্তির টাকা শিক্ষার উপকরণ ক্রয়সহ শিক্ষার উন্নয়নে ব্যবহারপূর্বক তাদের মানসম্মত ও ভবিষ্যত সমৃদ্ধশালী শিক্ষা জীবন কামনা করেন। আলোচনা পর্বে সকলের মতামতের প্রেক্ষিতে সংস্থার নির্বাহী পরিচালক বলেন, প্রতিবছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থী বৃদ্ধি করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বৃত্তির টাকার পরিমান বৃদ্ধির পরিকল্পনা সংস্থার রয়েছে।

শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিবৃন্দ শাপলার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন পর্যায়ের স্টাফ, অতিথিসহ সর্বমোট ৯২ জন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here