শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুমাইয়া খাতুন নামে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। সে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।