
স্টাফ রিপোর্টার : ভোলাহাটের এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও অর্থ আত্মসাতের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী ফটোজাার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামের সোলেমান মিয়ার ছেলে ও ইউসুফ আলী ওয়াকফ এস্ট্রেটের মোতাআলি মসিউর রহমান মাসুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউসুফ আলী বলেন, গত ২৫ আগস্ট ভোলাহাট থানায় তার ফুফাতো ভাই বেলাল তার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন তা সঠিক নয়। তিনি বেলালকে ২০১৮ সালে ১০ বছরের জন্য তার পুকুর লিজ দিয়েছিলেন। প্রায় ৫ বছর ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন। এই ৫ বছরের মধ্যে লিজ দেওয়া পুকুরে তিনি একবারও যাননি। অথচ গত ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টার সময় ভোলাহাট থানার ওসি তাকে ফোন করে বলেন, বেলাল (যার নিকট পুকুর লিজ আছে) থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সেখানে উল্লেখ করা হয়েছে, যে লিজ দেয়া পুকুরে তিনি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছেন। তিনি বলেন, গত ২৩ আগস্ট বুধবার হতে তিনি চিকিৎসার জন্য রাজশাহীতে তার মেয়ের বাসায় ছিলেন।
এজন্য পরের দিন শুক্রবার তিনি বাড়িতে ফেরার পর বেলা ১১ দিকে ভোলাহাট থানার ওসির তিনি সাক্ষাৎ করেন। ওসির সাথে কথা বলে তিনি বলেন, দোষী হলে তিনি শাস্তি মাথা পেত নেবেন এবং মিথ্যা হলে তিন ক্ষতিপুরন দাবী করেন। পুকরে বিষ প্রয়োগের অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আল মুকসিত রহমান ঋত্তিক, নাসরিন আরা পারভিন ও মোমেনা বেগম।