Home আন্তর্জাতিক সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন থারমান শানমুগারত্নম

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন থারমান শানমুগারত্নম

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন থারমান শানমুগারত্নম

অনলাইন ডেস্ক: সিঙ্গপুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারত্মম। শুক্রবার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তান কিন লিয়ান(৭৫) এবং এনজি কোক সং (৭৫) পরাজিত করে এই জয় অর্জন করেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ভোট গণনা শেষে সিঙ্গাপুর নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা তান মেঙ দুই এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন। ঘোষণায় তিনি বলেন ৭০দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এই বিজয় নিশ্চিত করেছেন শানমুগারত্নম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here