অনলাইন ডেস্ক: বাংলাদেশের সম্ভাবনাময় খেলা হকি। যদিও নানা সংকট ও সীমাবদ্ধতায় হকি কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। প্রথমবারের মতো সিনিয়র হকি দল ‘ফাইভ এ সাইড’ টুর্নামেন্টে অংশ নেয়। যেখানে মাঠের পারফরম্যান্সে তারা বিশ্বকাপে খেলারও সম্ভাবনা জাগিয়েছিল। আজ (শুক্রবার) ওমানের সালালায় কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ওমানের বিপক্ষে ৫-৩ গোলে হেরে শেষ হয়ে গেছে সেই সম্ভাবনা।
অথচ এর আগে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ৭-৬ গোলে ওমানকে হারিয়েছিল। আজ প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুনরায় ওমানকে পায়। তাদের হারাতে পারলে সেমিফাইনাল খেলত বাংলাদেশ। সেখানে জিতলে ফাইভ এ সাইড হকির এশিয়ান ফাইনাল খেলার পাশাপাশি বিশ্বকাপ খেলাও নিশ্চিত হতো। সেমিফাইনালে হেরে তৃতীয় স্থান নির্ধারণীতে জিতলেও বিশ্বকাপ খেলতে পারতো বাংলাদেশ। ফাইভ এ সাইড বিশ্বকাপ হকিতে এশিয়া থেকে শীর্ষ তিন দল খেলবে। স্বাগতিক হিসেবে ওমান সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে হকিতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে ওমান। ফিল্ড হকিও ব্যতিক্রম নয়। গতকাল গ্রুপ নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা শেষে বাংলাদেশ জয় পেয়েছিল। আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জিতেছে ওমান। আজ অবশ্য ম্যাচের শুরু থেকেই তারা লিড ধরে রেখেছিল।
এদিন ১০ মিনিটের মধ্যেই ওমান দুই গোলের লিড নেয়। এরপর ১৪ মিনিটে বাংলাদেশের হয়ে সারওয়ার এক গোল পরিশোধ করেন। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে ওমান ও বাংলাদেশ দুই দলই দুটি করে গোল করলে স্কোরলাইন ৪-৩ হয়। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে আবেদ উদ্দিন বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। কিন্তু একেবারে ম্যাচের শেষ মিনিটে ওমানের অধিনায়ক আল ফারাজীর গোলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়।
বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেলেও টুর্নামেন্টের পথচলা অবশ্য শেষ হয়নি। আগামীকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে অসীম গোপদের। ওই ম্যাচের প্রতিপক্ষ ইরান ও মালয়েশিয়া ম্যাচের জয়ী দল। এর আগে নারী হকিতে বাংলাদেশ অস্টম স্থান অর্জন করেছিল।