• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফুটবলের মহাব্যস্ত সূচি আজ থেকে

প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪২

ফুটবলের মহাব্যস্ত সূচি আজ থেকে

অনলাইন ডেস্ক: দেশের ফুটবল নিয়ে নানা মহলে রয়েছে আলোচনা-সমালোচনা। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সব সময়ই ব্যস্ত সময় পার করছে এটা সমালোচকরাও স্বীকার করতে বাধ্য হন। চলতি সেপ্টেম্বরে সাম্প্রতিক সময়ে সকল ব্যস্ত সূচিকে হার মানিয়েছে। ক্লাব, সিনিয়র জাতীয় দল, জুনিয়র দল, নারী ও পুরুষ অসংখ্য প্রতিযোগিতা রয়েছে এই মাসে।

সেপ্টেম্বর মাসজুড়েই বাংলাদেশের ফুটবলে অসম্ভব ব্যস্ততা। সেই ব্যস্ততা শুরু হচ্ছে আজ ভুটানে সাফ অ-১৬ টুর্নামেন্ট দিয়ে। আগামীকাল বাংলাদেশ সিনিয়র জাতীয় দল ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যেই আগামী পরশু বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল এএফসি অ-২৩ টুর্নামেন্ট খেলতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

থাইল্যান্ডে অ-২৩ টুর্নামেন্ট শেষে ঐ দলের কয়েকজন খেলোয়াড় আবার রওনা হবেন চীনের উদ্দেশে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। এশিয়ান গেমস শুরু হওয়ার একদিন পরেই নেপালের কাঠমান্ডুতে অ-১৯ দল সাফ টুর্নামেন্ট খেলবে।

২ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ভুটানে “সাফ অ-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩” হবে।
পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত থাকবেন। ১৬ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব। জুনিয়র দল যখন জুনিয়র এশিয়া কাপে উত্তীর্ণ হওয়ার জন্য লড়বেন তখন সাবিনারা চীনের হাংজুতে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবেন।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

জাতীয় দলের পাশাপাশি ব্যস্ততা রয়েছে ক্লাব ফুটবলেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের প্রথম ম্যাচ খেলবে এই সেপ্টেম্বরেই। ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মালেতে মাজিয়া স্পোর্টিংয়ের মোকাবিলা করবে বাংলাদেশের ক্লাবটি।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

সেপ্টেম্বর এই ব্যস্ত সূচির জন্য বাফুফে একটি বিশেষ নির্বাহী সভা করেছিল। সেই সভায় বাফুফে ঘাটতি বাজেটের কথা জানিয়েছিল। ঘাটতি বাজেট পূরণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দুই মাস আগে সিদ্ধান্ত হলেও সম্প্রতি এ নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। বাংলাদেশ সকল টুর্নামেন্টেই অংশগ্রহণ করছে আর্থিক কারণে প্রস্তুতি বা অংশগ্রহণে বাধার বিষয়টি শোনা যায়নি এখনো।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675