Home অপরাধ বিড়ির টাকার জন্য নানিকে হত্যার অভিযোগ, যুবক আটক

বিড়ির টাকার জন্য নানিকে হত্যার অভিযোগ, যুবক আটক

বিড়ির টাকার জন্য নানিকে হত্যার অভিযোগ, যুবক আটক

স্টাফ রিপোর্টার : বিড়ি কিনতে টাকা না দেওয়ায় নানীকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গোপনে দাফন করার চেষ্টা চালিয়েছিল নাতি। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ঘটনাটি রাজশাহীর তানোর উপজেলার গোদামারী গ্রামের৷ রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে। পুলিশ রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত নানীর নাম সোনা সরেন (৭৬)। তিনি ওই গ্রামের মৃত চরন টুডুর স্ত্রী। অভিযুক্ত নাতির নাম ইসমাইল সরেন (২৪)। তার বাবার নাম জিদু সরেন। অভিযুক্ত নাতীকে আটক করেছে পুলিশ।।

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম। তিনি বলেন, তারা দুজনে সম্পর্কে আপন নানী-নাতি। একসঙ্গে বসবাস করতো। বিড়ির টাকা না দেওয়ার কারণে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে নানীকে কিল-ঘুষি মারে নাতি ইসমাইল সরেন। আর এতেই নানী সোনা সরেনের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ইসমাইল মাদকাসক্ত। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন। তাকে মারার পর তার মরদেহ নানীর বিছানায় রেখে দেন। পরে ইসমাইল সরেন রাতের আঁধারে কবর খুঁড়তে গিয়ে পরিবার বিষয়টি বুঝতে পারে। এবং তারাও মাটি দিতে চায়। বিষয়টি জানার পর ফোর্স নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করি।

অভিযুক্ত নাতিকেও আটক করে থানায় নিয়ে আসি। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে আমেনা টুডু বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here