চন্দ্রযান-৩ এর বিক্রম ও প্রজ্ঞান ‘স্লিপ মুডে’

চন্দ্রযান-৩ এর বিক্রম ও প্রজ্ঞান ‘স্লিপ মুডে’

অনলাইন ডেস্ক: চাঁদে সূর্য অস্ত যেতে শুরু করায় ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ও রোভারকে স্লিপ মুডে পাঠানো হয়েছে। দেশটির মহাকাশ সংস্থা ইসরো এমনটি জানিয়েছে।

ল্যান্ডার ও রোভারকে স্লিপ মুডে রাখা হয়েছে। সৌরশক্তি কমে গেলে এবং ব্যাটারি শেষ হয়ে গেলে এরা ‘নিদ্রামগ্ন’ হয়ে যাবে।

আরও পড়ুনঃ  গাজায় কোনও মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না : ইসরায়েল

ইসরো জানিয়েছে, তারা আশা করছে, চন্দ্রদিন শুরু হলে যন্ত্র দুটি ২২ সেপ্টেম্বরের দিকে জেগে উঠবে।

ল্যান্ডার ও রোভারের জন্য সৌরশক্তি প্রয়োজন। সৌরশক্তি ব্যবহার করে এরা ব্যাটারি চার্জসহ অন্যান্য ফাংশন সেরে নেয়।

ল্যান্ডার বিক্রম যে রোভারটিকে পেটে বহন করে চলছে, সেটির নাম প্রজ্ঞান। ২৩ আগস্ট বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

আরও পড়ুনঃ  দিল্লিতে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা চাকরিহারাদের

দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী মহাকাশযান ভারতের। যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীনের সঙ্গে চাঁদে অবতরণকারীদের এলিট ক্লাবে জায়গা করে নিয়ে ভারত।

ভারতীয় মহাকাশ সংস্থা ল্যান্ডার ও রোবারের গতিবিধিসহ প্রাপ্ত অন্যান্য তথ্য ও ছবি প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন

সোমবার সকালে সর্বশেষ হালনাগাদ তথ্যে ইসরো জানায়, বিক্রম আবারও সফট ল্যান্ডিং সম্পন্ন করেছে।

ইসরো জানায় চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের ইঞ্জিন চালু করে চাঁদের পৃষ্ঠ থেকে এটিকে ৪০ সেন্টিমিটার উপরে উঠতে এবং ৩০-৪০ সেন্টিমিটার দূরত্বে অবতরণ করতে কমান্ড দেওয়া হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *