Home জাতীয় বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনোই লাভ হবেনা : খাদ্যমন্ত্রী

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনোই লাভ হবেনা : খাদ্যমন্ত্রী

বিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনোই লাভ হবেনা : খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর প্রতিনিধি: বিদেশিদের পেছনে ঘুরে, লবিস্ট নিয়োগ করে বিএনপির কোনো লাভ হবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিয়ামতপুরের পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়ন ও শান্তি সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

সাধনচন্দ্র মজুমদার বলেন, যে উন্নয়নকে ভালবাসবে সে অবশ্যই শেখ হাসিনার প্রতি সমর্থন জানাবেন। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতৃত্বে শক্ত ভিত নেই। দলটির দ্বারা দেশের কোনো উন্নয়ন হয়নি, তাদের দিয়ে সেটা সম্ভবও নয়। বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সকল শক্তির মূল উৎস। বিদেশিদের কাছে ধর্না দিয়ে কোনো লাভ হবেনা। স্বাধীনতা যুদ্ধের সময়ও কোনো কোনো পরাশক্তি স্বাধীনতার বিরোধিতা করে সফল হতে পারেনি।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭মার্চ ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই ডাকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়েছিল। অর্জিত হয় আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা। বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। দেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় করে দিয়েছেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (নারী) নাদিরা বেগম। সভাপতিত্ব করেন, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here