মোহনবাগানকে বসুন্ধরা কিংসের পাল্টা প্রস্তাব

মোহনবাগানকে বসুন্ধরা কিংসের পাল্টা প্রস্তাব

অনলাইন ডেস্ক: ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের অনুরোধের প্রেক্ষিতে চিঠির উত্তর দিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটি মোহনবাগানকে এবার ভিন্ন একটি প্রস্তাব দিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এএফসি কাপে মোহনবাগানের হোম ম্যাচটি ২-৩ দিন পিছিয়ে নেওয়ার পাল্টা অনুরোধ জানিয়েছে বসুন্ধরা কিংস।

এএফসি’র সূচি অনুযায়ী, ২৪ অক্টোবর মোহনবাগান-কিংসের প্রথম লেগের ম্যাচ। সেই ম্যাচের ভেন্যু কলকাতার স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম। ওই সময় দুর্গাপূজা থাকায় ম্যাচটি আয়োজন কষ্টকর, তাই ওই দিন হোমের পরিবর্তে কিংসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে চেয়ে চিঠি দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

আরও পড়ুনঃ  ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

চিঠি পাওয়ার কয়েক দিন পর বসুন্ধরা কিংস উত্তর দিয়েছে। বসুন্ধরা কিংস তাদের চিঠিতে আগে অ্যাওয়ে ম্যাচ খেলার বিষয়টি স্পষ্ট জানিয়েছে। ২৪ অক্টোবরের পরিবর্তে ২৬/২৭ অক্টোবর ম্যাচটি আয়োজনের জন্য এএফসি’র অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে বসুন্ধরা কিংস। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপে প্রতি লেগের জন্য দুই দিনের নির্ধারিত সূচি দিয়েছে। সেই সূচির দুয়েক দিন পর এই ম্যাচ অনুষ্ঠিত হলেও বসুন্ধরা কিংস এতে সহায়তা করবে বলে উল্লেখ করেছে চিঠিতে।

আরও পড়ুনঃ  শেষের ঝড়ে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি কাপ। যেখানে ১৮ সেপ্টেম্বর থেকে গ্রুপপর্বের খেলা শুরু হবে। বসুন্ধরা কিংস মালদ্বীপের মালেতে মাজিয়ার বিপক্ষে খেলবে প্রথম ম্যাচ। এই গ্রুপের অন্য দুই দল ভারতের ওড়িষা এফসি ও মোহনবাগান। প্রতি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে গ্রুপের শীর্ষ দলগুলো।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *