Home বিনোদন প্রেমে পড়েছেন আগেই, এ বার মন দিয়ে বই পড়ছেন শোভিতা

প্রেমে পড়েছেন আগেই, এ বার মন দিয়ে বই পড়ছেন শোভিতা

প্রেমে পড়েছেন আগেই, এ বার মন দিয়ে বই পড়ছেন শোভিতা

অনলাইন ডেস্ক: বিনোদন জগতে বেশ ভালোভাবেই নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছেন শোভিতা ধুলিপালা। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।

নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে কখনও স্বীকার না করলেও তাদের প্রেমের কথা এখন সবারই জানা। সম্প্রতি সেই সম্পর্কে সিলমোহর প্রায় দিয়েই দিলেন শোভিতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বইয়ের ছবি পোস্ট করেন শোভিতা। ‘ইন্টারস্টেলার’ খ্যাত অস্কারজয়ী হলিউড তারকা ম্যাথু ম্যাকনহের লেখা ‘গ্রিনলাইটস’ বইটি সম্প্রতি পড়েছেন অভিনেত্রী। সেই বই যে তার মনে জায়গা করে নিয়েছে, তা নিজের অনুরাগীদের জানাতেই ওই ছবি পোস্ট করেন তিনি।

শোভিতার ওই পোস্ট দেখে ভক্তদের ধারণা, নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের জল্পনাতেই নাকি সিলমোহর দিলেন অভিনেত্রী। এর আগে ম্যাথু ম্যাকনহের এই বই পড়ার জন্য অনুরাগীদের উৎসাহিত করেছিলেন নাগা চৈতন্য। ওই বই তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলেও লিখেছিলেন নাগা। তবে কি একই বইয়ের প্রতি ভালোবাসাই কাছাকাছি এনেছিল নাগা ও শোভিতাকে?

২০২১ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জীবনে অনেকটা এগিয়েছেন নাগা চৈতন্য। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন গত বছর থেকেই। গত বছর শেষের দিকে নাকি লন্ডনে একসঙ্গে ছুটিও কাটিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here