রাজশাহীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু

রাজশাহীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। হাসপাতালে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৭ জন রোগী। আর ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন ডেঙ্গু ওয়ার্ডে। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি ঢাকা থেকে এসেছিলেন। এর আগে সকালে ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন। তার বাড়ি নেত্রকোনা। ডেঙ্গু নিয়ে গত ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  তানোর টু রাজশাহী লংমার্চ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

পরিচালক জানান, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে রাজশাহী থেকে কোথাও যাননি। তারা রাজশাহীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ডেঙ্গুর এমন বিস্তারে উদ্বেগ ভর করেছে রাজশাহীর মানুষের জনমনে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ বিকেলে

রামেক হাসপাতালে ৬০ টাকায় রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষায়। আর শহরের ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে বিনামূল্যে। সিটি হাসপাতাল ও ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্রে সিটি করপোরেশন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।

আরও পড়ুনঃ  রাবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *