• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৭

রাজশাহীতে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই। হাসপাতালে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সবশেষ বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় রাজশাহীতে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৭ জন রোগী। আর ছাড়পত্র পেয়েছেন ১৪ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে মো. হাসান (২৭) নামের এক রোগী মারা গেছেন ডেঙ্গু ওয়ার্ডে। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তিনি ঢাকা থেকে এসেছিলেন। এর আগে সকালে ওয়াজেদ মিয়া (৫৩) নামের আরেক রোগী মারা গেছেন। তার বাড়ি নেত্রকোনা। ডেঙ্গু নিয়ে গত ৩ সেপ্টেম্বর ওয়াজেদ মিয়াকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

পরিচালক জানান, চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১ হাজার ১২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগে রাজশাহী থেকে কোথাও যাননি। তারা রাজশাহীতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে মোট সাতজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন চিকিৎসাধীন আছেন ১০৬ জন। এদের মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ডেঙ্গুর এমন বিস্তারে উদ্বেগ ভর করেছে রাজশাহীর মানুষের জনমনে।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রামেক হাসপাতালে ৬০ টাকায় রোগীদের ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। তবে রাজশাহীর বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে ডেঙ্গু পরীক্ষায়। আর শহরের ১১টি স্থানে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে বিনামূল্যে। সিটি হাসপাতাল ও ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্রে সিটি করপোরেশন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

সর্বশেষ সংবাদ

ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
ভাঙ্গা ওরিয়েন্ট ক্লাবের কমিটি গঠন
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675