অনলাইন ডেস্ক: ভারতে যখন ‘জওয়ান’ ঝড় বইছে তখন ওটিটিতে মুক্তি পেল বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর ‘হাড্ডি’। তৃতীয় লিঙ্গ রূপে নওয়াজের এই চরিত্র যে কতটা দুর্ধর্ষ সেটাই দেখা মিললো এই সিনেমায়।
‘হাড্ডি’তে নওয়াজের চরিত্রের নাম রকি। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া অনুরাগ কাশ্যপের নেতৃত্বে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের একটি দলে যোগ দিতে এলাহাবাদ থেকে দিল্লিতে আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন অপরাধ জগতে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে যান অপরাধীদের শীর্ষে। একাধিক অবৈধ ব্যবসার সঙ্গে মনে জ্বলতে থাকে পরিবারের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধের আগুন। এভাবেই এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প।
ঠাণ্ডা মাথায় অপরাধের যে বিষয়গুলো দেখা যায়, তাই ফুটে উঠেছে এই সিনেমায়। হিজড়া সম্প্রদায় এবং ট্রান্সজেন্ডারদের যথাযথভাবে দেখানো হয়েছে এর গল্পে। সিনেমার প্রতিটি শিল্পী নিজেকে ছাড়িয়ে গেছেন। প্রশংসা পেয়েছেন ভক্তদের।
ট্রেলারে বেশিরভাগ গল্প বলে দেয়া হলেও ‘হাড্ডি’ দর্শককে পর্দায় আটকে রাখতে পারে। নওয়াজের ভিন্নধর্মী লুক এতটাই আকর্ষণীয় ছিল যে সিনেমা থেকে চোখ সরানো যায় না। লোমহর্ষক গল্পের সিনেমা ‘হাড্ডি’তে নওয়াজ ছিলেন দুর্ধর্ষ। ক্ষুরধার অবতারে নওয়াজ বরাবরের মতোই আরও একবার তার অভিনয়ের জাদু দেখিয়েছেন।
একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির শারীরিক ভাষা, সামগ্রিক ব্যক্তিত্ব যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন তা ‘অন-পয়েন্ট’। রাজনীতিবিদের চরিত্রে অনুরাগ কাশ্যপও তার সেরা অভিনয় দিয়েছেন।
প্রায় দুই ঘন্টা ১৫ মিনিটের এই ছবি দর্শকদের পর্দায় ধরে রেখেছে। হার হিম করা এই ক্রাইম ড্রামাটি দর্শককে ভয় পাইয়েছে, হাসিয়েছে আবার কাঁদিয়েছে। টিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পেয়েছে এই ছবি।