Home জাতীয় নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

অনলাইন ডেস্ক : নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে উপনির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান। তিনি বলেন, নাটোরের উপ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো সিসি ক্যামেরা রাখা হবে না।
তফসিল অনুযায়ী, নাটোর-৪ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস (৭৭) মারা যান।
তার মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।-বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here