Home খেলা বিপিএলে ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

বিপিএলে ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

বিপিএলে ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

অনলাইন ডেস্ক: বলা হয়ে থাকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংস্পর্শে পুরো দলের পরিবেশ বদলে যায়। তার হাত ধরেই গত আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও সেবার কুমিল্লা রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল। তবে সাবেক টাইগার অধিনায়কের ওপর আরও এক আসরে ভরসা করতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো ২০২৪ আসরেও মাশরাফির কাঁধেই তুলে দেয়া হলো অধিনায়কের ভার।

আজ (শনিবার) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সিলেট। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মাশরাফি। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। সর্বশেষ আসরেও সিলেটকে একই পথে নিয়ে যাচ্ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি। পরবর্তী নির্বাচনেও তার অংশগ্রহণের কথা রয়েছে। ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলে মাশরাফি অধ্যায় শেষ বলা চলে। কিছুদিন আগে তামিম ইকবালের নাটকীয় অবসরের ঘটনায় দৃশ্যপটে এসেছিলেন সাবেক এই অধিনায়ক।

শোনা গিয়েছিল মাশরাফির মাধ্যমে তামিমকে সে সময় ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমও অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। একইসঙ্গে আসন্ন ভারত বিশ্বকাপে জাতীয় দলের মেন্টর হিসেবেও মাশরাফি যেতে পারেন বলে গুঞ্জন ওঠে। মূলত তামিমই বলেছিলেন, মাশরাফিকে বিশ্বকাপে মেন্টর হিসেবে ইচ্ছার কথা জানালে তাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও এ নিয়ে পরে আর কোনো অগ্রগতির কথা জানা যায়নি।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে বিপিএলের দশম আসর। এর আগে জানুয়ারি মাসে সূচি চূড়ান্ত করার কথা জানিয়েছিল বিসিবি। এছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে পছন্দের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here