• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএলে ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ৬:১৩

বিপিএলে ফের সিলেটের নেতৃত্বে মাশরাফি

অনলাইন ডেস্ক: বলা হয়ে থাকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সংস্পর্শে পুরো দলের পরিবেশ বদলে যায়। তার হাত ধরেই গত আসরে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও সেবার কুমিল্লা রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছিল। তবে সাবেক টাইগার অধিনায়কের ওপর আরও এক আসরে ভরসা করতে চায় সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো ২০২৪ আসরেও মাশরাফির কাঁধেই তুলে দেয়া হলো অধিনায়কের ভার।

আজ (শনিবার) নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সিলেট। বিপিএলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন মাশরাফি। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি এই কীর্তি গড়েছেন। সর্বশেষ আসরেও সিলেটকে একই পথে নিয়ে যাচ্ছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

বর্তমানে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি। পরবর্তী নির্বাচনেও তার অংশগ্রহণের কথা রয়েছে। ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও জাতীয় দলে মাশরাফি অধ্যায় শেষ বলা চলে। কিছুদিন আগে তামিম ইকবালের নাটকীয় অবসরের ঘটনায় দৃশ্যপটে এসেছিলেন সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

শোনা গিয়েছিল মাশরাফির মাধ্যমে তামিমকে সে সময় ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমও অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। একইসঙ্গে আসন্ন ভারত বিশ্বকাপে জাতীয় দলের মেন্টর হিসেবেও মাশরাফি যেতে পারেন বলে গুঞ্জন ওঠে। মূলত তামিমই বলেছিলেন, মাশরাফিকে বিশ্বকাপে মেন্টর হিসেবে ইচ্ছার কথা জানালে তাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও এ নিয়ে পরে আর কোনো অগ্রগতির কথা জানা যায়নি।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে পারে বিপিএলের দশম আসর। এর আগে জানুয়ারি মাসে সূচি চূড়ান্ত করার কথা জানিয়েছিল বিসিবি। এছাড়া চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের ড্রাফটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও ইতোমধ্যে পছন্দের তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675