চাঁদকে মুক্তি দিতে মিনুর ৭ দিনের আল্টিমেটাম

চাঁদকে মুক্তি দিতে মিনুর ৭ দিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে মুক্তি দিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই আল্টিমেটাম দেন। বলেন, দুই নেতাকে সময়সীমার মধ্যে মুক্তি না দিলে রাজশাহী থেকেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে গ্রেপ্তার হওয়া আবু সাঈদ চাঁদ তিন মাসের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। দেশের বিভিন্ন জেলায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কয়েকদফা রিমান্ডও মঞ্জুর হয়েছে তাঁর। আর ঢাকায় সমাবেশে গিয়ে গ্রেপ্তার হওয়া মিলন কারাগারে আছেন একমাসের বেশি সময় ধরে। তাকেও রাজশাহীর কয়েকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে রাজশাহী বিএনপির শীর্ষ নেতা মিজানুর রহমান মিনু বলেন, মিলনকে ঢাকার সমাবেশ থেকে গ্রেপ্তারের পর ৫টি গায়েবি মামলায় শ্যোন এরেস্ট দেখিয়েছে পুলিশ। চাঁদের বিরুদ্ধে ১৫টি জেলায় মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। সরকার আন্দোলনে ভীত হয়ে গায়েবি মামালা দিয়ে তাদের উপর নির্যাতন করছে যা কাম্য নয়। গ্রেপ্তারকৃত দুই নেতার পরিবারের সদস্যরা অমানবিক কষ্টে দিনাতিপাত করছে। সেজন্য আমরা তাদের মুক্তির দাবি করছি। সাতদিনের মধ্যে তাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

সংবাদ সম্মেলোনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশীদ প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *